Bengali | Reported by Sunil Prabhu, Edited by Deepshikha Ghosh | Friday May 24, 2019
২০১৪ সালের পর ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও পরাজিত হল কংগ্রেস। এবারও পারলেন না রাহুল গান্ধী। প্রয়োজনীয় সংখ্যা না থাকায় আগের পাঁচ বছর কংগ্রেস বিরোধী দলনেতার পদ দাবি করতে পারিনি। এবারও পরিস্থিতি সেদিকেই যাবে বলে মনে করা হচ্ছে। গতবার সভাপতি না হলেও নির্বাচনে কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছিলেন রাহুল। আর এবার সভাপতি হিসেবে তিনি-ই দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। দল সাফল্য পায়নি। নিজের ‘কর্মভূমি’ অমেঠীতে পরাজিত হয়েছেন তিনি। কাজে আসেনি তাঁর চৌকিদার চোর হ্যায় স্লোগান। এমতাবস্থায় কাল শনিবার বৈঠকে বসছে কংগ্রেসের কার্যনির্বাহী কমিটি। সেখানেই পদত্যাগ করতে পারেন রাহুল।
www.ndtv.com/bengali