Bengali | Edited by Indrani Halder | Wednesday July 1, 2020
ভারত ও চিনের সঙ্গে উত্তেজনা (India China Standoff) যত বাড়ছে ততই যেন কড়া পদক্ষেপের পথে হাঁটছে মোদি সরকার। রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি ভারত-চিন উত্তেজনার বিষয়ে বলেন, "লাদাখে ভারতের দিকে যারা চোখ তুলে তাকিয়েছে তারা যোগ্য জবাব পেয়েছে। ভারত যদি বন্ধুত্ব করতে জানে, তবে কীভাবে পাল্টা চ্যালেঞ্জ জানানো উচিত সেটাও জানে।" এবার যেন তাই সেই জবাব দেওয়ার রাস্তাতেই হাঁটছে ভারতে। অর্থনৈতিকভাবে চিনকে ধাক্কা দিতে ভারতে যেসব চাইনিজ অ্যাপ ব্যবহার করা হচ্ছিল সেগুলো নিষিদ্ধ করার ঘোষণা করে ভারতের তথ্য় প্রযুক্তি মন্ত্রক। এবার 5G নিয়েও কড়া সিদ্ধান্ত নেওয়ার ভাবনা কেন্দ্রের।
www.ndtv.com/bengali