Bengali | Edited by Indrani Halder | Saturday December 14, 2019
বৃহস্পতিবারই সংশোধিত নাগরিকত্ব আইনে (Citizenship Act) অনুমোদন দিয়ে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, আর তারপরেই দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে আরও বেশি করে আছড়ে পড়েছে এই আইনের প্রতিবাদে বিক্ষোভের ঝড় (Citizenship Act Protests)। এই পরিস্থিতিতে বিক্ষুব্ধ রাজ্যগুলির বাসিন্দাদের আশ্বস্ত করতে চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই রাজ্যগুলির নিজস্ব সংস্কৃতি, সামাজিক পরিচয়, ভাষা ও রাজনৈতিক অধিকার অক্ষত থাকবে, এমনটাই বললেন তিনি (Amit Shah)। পাশাপাশি এই পরিস্থিতির মধ্যেই যেভাবে শনিবার নয়া দিল্লির রামলীলা ময়দানে "ভারত বাঁচাও" মেগা সমাবেশের আয়োজন করেছে কংগ্রেস, তা নিয়েও বিরোধী দলকে (Congress) কটাক্ষ করেন অমিত শাহ। নাগরিকত্ব আইনের পরে কংগ্রেসের "পেট ব্যথা" করছে, তীর্যক ইঙ্গিত দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
www.ndtv.com/bengali