Bengali | Edited by Indrani Halder | Thursday January 16, 2020
আগামী ১৭ জানুয়ারি দিল্লিতে জাতীয় জনসংখ্যা নিবন্ধীকরণ (NPR) বিষয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক করতে চলেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু সেই বৈঠকে যোগ দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মোদি সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বললেন, "ওরা চাইলে আমার সরকারকে ফেলে দিয়ে দেখাক"। এর আগে জাতীয় জনসংখ্যা নিবন্ধীকরণের পাশাপাশি এনআরসির বিরুদ্ধেও সরব হন তৃণমূল নেত্রী। এনপিআর আসলে এনআরসি-র প্রথম পদক্ষেপ, এমনটাই মনে করেন তিনি। তাই এই দুটি বিষয়েরই বিরোধিতা করে কিছুদিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী হুঙ্কার ছাড়েন এই বলে যে, এনপিআরের (National Population Register) পাশাপাশি বিজেপি যদি বাংলায় জাতীয় নাগরিকপঞ্জিকরণ (NRC) করতে চায় তাহলে তাঁর মৃতদেহের উপর দিয়ে করতে হবে।
www.ndtv.com/bengali