Bengali | Edited by Biswadip Dey | Tuesday February 4, 2020
মহাত্মা গান্ধিজির (Mahatma Gandhi) স্বাধীনতা সংগ্রামকে “মঞ্চস্থ নাটক” বলে কটাক্ষ করায় দলেরই সাংসদ অনন্তকুমার হেগড়েকে (Anantkumar Hegde) নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিল বিজেপি। কিন্তু অনন্তকুমার জানালেন, তিনি এমন কোনও কথা বলেননি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘‘সংবাদমাধ্যম যা দেখাচ্ছে তা মিথ্যা। আমি আমার বক্তব্য থেকে সরছি না। আমি কখনওই কোনও রাজনৈতিক দল বা গান্ধির উল্লেখ করিনি।'' তিনি আরও বলেন, ‘‘যদি আমি গান্ধি বা (জওহরলাল) নেহরু সম্পর্কে একটা শব্দও বলে থাকি, আমাকে দেখান।'' যদিও বিজেপি সূত্র জানাচ্ছে, হেগড়ের মন্তব্য নিয়ে অসন্তুষ্ট দলের শীর্ষ নেতারা। তাঁদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। জানা গিয়েছে, দল সাংসদ হেগড়েকে ধমক দিয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে এমন মন্তব্য কখনওই গ্রহণযোগ্য নয়।
www.ndtv.com/bengali