Bengali | Edited by Indrani Halder | Friday November 15, 2019
জম্মু ও কাশ্মীর ইস্যুতে এবার পাকিস্তানকে মুখের উপর উপযুক্ত জবাব দিল ভারত। "আর্থিক সংকটের বিরুদ্ধে লড়াই করা ওই দেশে (Pakistan) সন্ত্রাসবাদের ডিএনএ রয়েছে", প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর (UNESCO) সাধারণ সভায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী অনন্যা আগরওয়াল বলেন ওই কথা। তিনি আরও বলেন যে, "পাকিস্তান ক্রমশই ভিতরে ভিতরে ক্ষয়ে যাচ্ছে। এটি একটি রাষ্ট্র হিসাবে সন্ত্রাসবাদ দমনে ব্যর্থ হয়েছে এবং এর অর্থনীতিও উগ্র সমাজ ও সন্ত্রাসবাদের কবলে পড়ে ক্ষয়িষ্ণু হয়ে গেছে"। পাকিস্তানের এই অবনমনের কারণও হল সন্ত্রাসবাদ, যা ওদের মজ্জায় প্রবেশ করেছে বলেই মনে করেন ভারতের ওই প্রতিনিধি।
www.ndtv.com/bengali