Bengali | Agence France-Presse | Saturday April 6, 2019
তিমি এবং ডলফিনের পূর্বপুরুষরা (ancestors of whales and dolphins) প্রায় ৫০ মিলিয়ন বছর আগে পৃথিবীতে হেঁটে বেড়াত। সেই জায়গাগুলির বেশিভাগই এখন ভারত ও পাকিস্তানের অন্তর্ভুক্ত। জীবাশ্মের শারীরবৃত্তীয় বিষয়ের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা জানিয়েছেন এই প্রাণির দৈর্ঘ্য ছিল প্রায় ১৩ ফুট (চার মিটার)। হাঁটতে এবং সাঁতার কাটতে পারত এই প্রাণি।
www.ndtv.com/bengali