Bengali | Edited by Biswadip Dey | Tuesday December 24, 2019
আগামী বৃহস্পতিবার কলকাতা সহ ভারতের বিভিন্ন অঞ্চল ও পৃথিবীর অন্যান্য দেশ থেকে দেখা যাবে সূর্যগ্রহণ (Solar Eclipse)। সূর্যের বলয়গ্রাস (Annular Solar Eclipse ) দেখা যাবে বহু রাজ্য থেকেই। তবে কলকাতা থেকে দেখা যাবে আংশিক গ্রহণ (Partial Solar Eclipse)। বলয়গ্রাসকে বলা হয় আগুনের বলয়। চাঁদ সূর্যের কেন্দ্রকে ঢেকে ফেলায় সূর্যের কেবল বাইরের প্রান্তটুকুই দৃশ্যমান থাকে বলয়গ্রাসের সময়। এটা বছরের তৃতীয় ও শেষ সূর্যগ্রহণ যা দেখা যাবে এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে। ভারত থেকে সূর্যের সর্বোচ্চ ৮৯.৪ শতাংশ ঢাকা পড়তে দেখা যাবে বেঙ্গালুরু থেকে। কলকাতা থেকে ঢাকা পড়বে ৪৫.১ শতাংশ। গ্রহণ শুরু হবে সকাল ৮টা ২৬ মিনিট ৫৫ সেকেন্ডে। শেষ হবে ১১টা ৩২ মিনিট ৩৭ সেকেন্ডে। গ্রহণ সর্বোচ্চ সীমায় পৌঁছবে ৯টা ৫২ মিনিট ৩৭ সেকেন্ডে।
www.ndtv.com/bengali