Bengali | Edited by Indrani Halder | Friday February 7, 2020
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কথা বলায় এবার ট্যাক্সিতে তোলা এক যাত্রীকে সটান পুলিশের হাতে তুলে দিলেন মুম্বইয়ের এক উবর চালক। জানা গেছে, বাপ্পাদিত্য সরকার নামে ওই যাত্রী নিজের ফোনে কোনও একজনের সঙ্গে সিএএ (Citizenship Amendment Act) বিরোধী কথাবার্তা বলছিলেন। সেই সব কথা শুনে ওই উবর চালক মাঝপথেই গাড়ি থামিয়ে দেন। তাঁর গাড়িতে বসে থাকা যাত্রীটিকে (Bappadittya Sarkar) বলেন. এটিএম থেকে টাকা তুলে নিয়ে আসছেন তিনি (Mumbai Uber Driver)। কিন্তু কিছুক্ষণ পর যখন ওই উবর চালক ফিরে আসেন তখন তাঁর সঙ্গে ছিলেন দুই পুলিশ কর্মী। তাঁর গাড়ির সওয়ারি সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে (Anti CAA Protest Mumbai) কথা বলছেন এই অভিযোগ করে বাপ্পাদিত্য সরকারকে ওই দুই পুলিশ কর্মীর হাতে তুলে দেন তিনি। ট্যাক্সি থেকে নামিয়ে দুই পুলিশ কর্মী ওই কবি তথা সমাজকর্মীকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন।
www.ndtv.com/bengali