Bengali | Edited by Divyanshu Dutta Roy | Monday July 8, 2019
অভিনেত্রী শাবানা আজমিকে (Shabana Azmi) “টুকরে টুকরে' এবং ‘অ্যাওয়ার্ড ওয়াপসি' গ্যাং-এর নতুন নেত্রী” বললেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।সরকারের সমালোচনা করে ভারতের স্বার্থ বিঘ্নিত করছেন তিনি বলেও শাবানাকে বিদ্ধ করেন তিনি।শাবানা আজমির একটি ভিডিও শেয়ার করেন গিরিরাজ যেখানে শাবানা বলছেন “আমরা সরকারের সমালোচনা করলেই আমাদের দেশদ্রোহী (Anti National) আখ্যা দেওয়া হয়”।ওই ভিডিওর পরিপ্রেক্ষিতেই গিরিরাজের (Giriraj Singh) হিন্দিতে ট্যুইট করেন, “শাবানা আজমি ‘টুকরে টুকরে' গ্যাং এবং ‘অ্যাওয়ার্ড ওয়াপসি' গ্যাংয়ের নয়া নেত্রী”।
www.ndtv.com/bengali