Bengali | Edited By Debanish Achom | Wednesday July 24, 2019
সংসদে যদি সন্ত্রাস-মোকাবিলা বিলে পরিবর্তনটি পাশ হয়ে যায়, তাহলে কোনও জঙ্গি সংগঠনের যোগে সন্দেহভাজন কাউকে “সন্ত্রাসবাদী” তকমা দিতে পারবে সরকার। বেআইনি কার্যকলাপ রোধ সম্পর্কিত সংশোধনী বিলটি লোকসভায় ২৮৪ ভোট পায় পক্ষে, এবং আটটি ভোট বিলটির বিরুদ্ধে পড়ে। পরিবর্তনের পক্ষে সওয়াল করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “কাউকে সন্ত্রাসবাদী ঘোষণা করার জন্য আইন জরুরি।
www.ndtv.com/bengali