Bengali | Edited by Indrani Halder | Thursday September 26, 2019
পলাতক কোটিপতি ব্যবসায়ী মেহুল চোকসি (Mehul Choksi) একজন "জালিয়াত" এবং তিনি "আমাদের দেশের কোনও মূল্য বাড়াচ্ছেন না", বললেন অ্যান্টিগুয়া এবং বার্বুডার প্রধানমন্ত্রী। সে দেশেই (Antigua and Barbuda) ওই হীরা ব্যবসায়ী নাগরিকত্ব নিয়েছেন। ক্যারিবিয়ার অনেকগুলি কর আবাসস্থলগুলির মধ্যে একটি হল অ্যান্টিগুয়া - যে দেশের সঙ্গে ভারতের কোনও প্রত্যর্পণ চুক্তি নেই। প্রধানমন্ত্রী বলেন যে ওই ব্যবসায়ীকে ভারতে হস্তান্তর করা হবে। তবে পাশাপাশি তিনি একথাও বলেন যে ভারতীয় আধিকারিকরাই তাঁকে প্রাথমিকভাবে ছাড়পত্র দিয়েছেন।
www.ndtv.com/bengali