Bengali | Press Trust of India | Thursday June 27, 2019
রাজনৈতিক হিংসায় উত্তপ্ত উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় বৃহস্পতিবার গেলেন চিত্র তারকা অপর্ণা সেনসহ (Aparna Sen) বুদ্ধিজীবীরা। এদিন তাঁর নেতৃত্বে ভাটপাড়া(Bhatpara) যায় বুদ্ধিজীবীদের একটি প্রতিনিধিদল। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ভাটপাড়ায় ঘুরে দেখেন তাঁরা। দুই দলের রাজনৈতিক সংঘর্ষ, “সাম্প্রদায়িক” সংঘর্ষে পরিণত হয়েছে বলে দাবি করলেন বুদ্ধিজীবীরা। এলাকার মানুষের কাছে শান্তিরক্ষার আবেদন জানান তাঁরা। অপর্ণা সেন বলেন, ফিরে গিয়ে ভাটপাড়ার (Bhatpara) সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি স্মারকলিপি দেবেন তিনি। ২০ জুন উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে (Bhatpara Clash), ২ জনের মৃত্যু হয় এবং আহত হন ১১ জন।
www.ndtv.com/bengali