Bengali | Edited by Rajit Das | Wednesday August 28, 2019
আগামী শনিবার সদ্য বিজেপিতে (BJP) যোগদানকারী শোভনকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নারদ তদন্তে জিজ্ঞাসাবাদের কারণেই এই তবল বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে। এছড়াও একই মামলায় তলব করা হয়েছে আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে (TMC MP Aporupa Poddar)।
www.ndtv.com/bengali