Bengali | Reported by Sreenivasan Jain, Edited by Biswadip Dey | Wednesday January 22, 2020
কয়েকদিন আগে জামিন পাওয়ার পর ভীম আর্মি প্রধান (Bhim Army Chief) চন্দ্রশেখর আজাদ (Chandrashekhar Azad) তাঁর প্রথম সাক্ষাৎকারে NDTV-কে জানালেন, ‘‘সময় আসছে, সব বাগ (বাগান) শাহিনবাগ (Shaheen Bagh) হয়ে যাবে।’’ তিনি জানালেন, সংশোধিত নাগরিকত্ব আইন কেবল মুসলিমদের বিরুদ্ধে নয়, দলিত ও উপজাতির বিরুদ্ধেও। চন্দ্রশেখর বলেন, ‘‘এনআরসি, এনপিআর ও সিএএ— সবচেয়ে বেশি দলিত-বিরোধী। এগুলি ওবিসি-বিরোধী ও উপজাতি-বিরোধীও। কেননা এই মানুষগুলিই সবচেয়ে বেশি ভুগবে। সময় এলে সব বাগ শাহিনবাগ হয়ে যাবে। আমরা চাই, সরকার তার কাজ করুক। কিন্তু মানুষ ভয় পেয়ে গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, তিনি আইনটি নিয়ে পিছু হটবেন না। তিনি দেশকে বিভক্ত করতে চান, সংখ্যাগরিষ্ঠ অবস্থাতে ছাড়া তা করতে পারবেন না। তিনি সেটাই করছেন, যেটা তাঁর অ্যাজেন্ডায় ছিল।’’
www.ndtv.com/bengali