Bengali | NDTV | Friday July 27, 2018
দুজনেই এখন আছেন পাটিয়ালাতে। এখানেও বেশ কিছু দিন প্রশিক্ষণ নিয়েছেন দুজন। সেই পর্ব শেষ। এখন অপেক্ষা মেঘমুক্ত আকাশের। আকাশ ভাল থাকলে প্রথমে আমেদাবাদ উড়ে যাবেন এই দুজন। তারপর পাকিস্তানের আকাশ হয়ে এগিয়ে যাবেন দুই তরুণী । তুরস্ক, সলভেনিয়া, অস্ট্রেলিয়া, এবং ইংল্যান্ড হয়ে অ্যাটলান্টিক পার করে গ্রিনল্যান্ড এবং কানাডায় আকাশে উড়বে মাহি। যাত্রার শেষদিকে পড়বে চিন ও মায়ানমার
www.ndtv.com/bengali