Bengali | NDTV | Thursday June 20, 2019
ঘটনার পর থেকেই আতঙ্কে দিন কাটছে ঊষসীর। একই সঙ্গে তাঁর মন্তব্য, এ কোন কলকাতা? জন্মে থেকে দেখে আসা এই শহর কখন এতটা বদলে গেল! বুঝতেই পারলাম না। ময়দানের ঘটনার পরেও তিনটি বাইকে করে মোট ছয় যুবক সমানে পিছু ধাওয়া করে আমাদের। লেক গার্ডেনের সরকারি আবাসনে সহকর্মীকে নামিয়ে দেওয়ার পরেই ওরা আমায় ঘিরে ধরে। গাড়ি থেকে টেনে নামায়। ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে মোবাইল। অন্য শহরের মতোই আনাদের শহরও কি রাতে আর শহরবাসীদের জন্য নিরাপদ নয়?
www.ndtv.com/bengali