Bengali | Edited by Indrani Halder | Sunday November 10, 2019
১৪২ ধারার বলেই শনিবার অযোধ্যা মামলায় (Ayodhya Verdict) যুগান্তকারী রায় দেয় সুপ্রিম কোর্ট। মোট দুবার সংবিধানের ১৪২ ধারার সাহায্য নিয়েছিল ৫ বিচারপতির সংবিধান বেঞ্চ। সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখে শীর্ষ আদালত (Supreme Court) বিতর্কিত ২.৭৭ একর জমির পুরোটাই মন্দির তৈরির জন্যে বরাদ্দ করে। পাশাপাশি ভারতীয় সংবিধানের এই ১৪২ ধারার (Article 142) সাহায্যেই বিশেষ ক্ষমতা বলে মসজিদ তৈরির জন্যে ৫ একর জমি দেওয়ার বিধান দেয় সুপ্রিম কোর্ট।
www.ndtv.com/bengali