Bengali | Edited by Indrani Halder | Monday November 11, 2019
মহারাষ্ট্রে শিবসেনার নেতৃত্বাধীন সরকার গঠিত হবে কিনা তা নিয়ে এখন দেশীয় রাজনীতিতে জল্পনা তুঙ্গে। মহারাষ্ট্রে সরকার গঠনের বিষয়ে শিবসেনা-বিজেপি মতবিরোধের পরে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ থেকে সম্পর্ক ছিন্ন করল উদ্ধব ঠাকরের দল। শিবসেনা সদস্য অরবিন্দ সাওয়ান্ত সোমবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের মন্ত্রী পদ থেকে নিজের ইস্তফা ঘোষণা করেছেন। কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা থেকে নিজেদের একমাত্র মন্ত্রীকে (Arvind Sawant) সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত থেকে অনেকেই জল্পনা করছেন এর মাধ্যমে আসলে শরদ পাওয়ারকে বন্ধুতার বার্তা দিল শিবসেনা। মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য যে কোনও জোটের বিষয়ে আলোচনা করতে এনসিপি প্রধান শরদ পাওয়ারের দেওয়া অন্যতম একটি শর্ত পূরণ করল তাঁরা (Shiv Sena)। মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে কয়েক সপ্তাহ টানাপোড়েনের পর রাজ্যপাল শিবসেনাকেই সেখানে সরকার গঠনের ডাক দেন। মনে করা হচ্ছে এনসিপির সমর্থন নিয়ে সে রাজ্যে (Maharashtra) সরকার গঠনের লক্ষ্যে নিজের দলের বিধায়কদের নিয়ে একটি বৈঠক ডেকেছে শিবসেনা। অন্যদিকে দিল্লিতে এই বিষয় নিয়েই এক বিশেষ বৈঠকে বসেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।
www.ndtv.com/bengali