Bengali | Edited by Indrani Halder | Friday March 20, 2020
ন্যায় বিচার পাওয়ার জন্যে এত দীর্ঘদিনের অপেক্ষা খুব কষ্টের ও বিরক্তিকর থাকলেও অবশেষে সুবিচার পেয়েছেন তাঁরা, মেয়ের উপর পাশবিক অত্যাচার চালানো ৪ ধর্ষকের ফাঁসির পর প্রতিক্রিয়া দিলেন নির্ভয়ার মা আশা দেবী।শুক্রবার ভোর সাড়ে ৫টার সময় দিল্লির তিহার জেলে ফাঁসি দেওয়া হয় নির্ভয়া কাণ্ডের (Nirbhaya case) ৪ আসামি অক্ষয় ঠাকুর (৩১), পবন গুপ্তা (২৫), বিনয় শর্মা (২৬) ও মুকেশ সিংকে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে নির্ভয়ার মা (Asha Devi) বলেন, "আমরা ভারতের মেয়েদের সুবিচার পাওয়ার জন্যে আমাদের লড়াই চালিয়ে যাব। তবে ন্যায়বিচার পাওয়ার জন্যে আমাদের এই দীর্ঘদিনের অপেক্ষা খুব কষ্টের ছিল। একসময় এই অপেক্ষা মানসিক যন্ত্রণা হয়ে উঠেছিল আমাদের কাছে। তবে শেষপর্যন্ত আমরা ন্যায়বিচার পেয়েছি"।
www.ndtv.com/bengali