Bengali | Edited by Biren Bhattacharya | Wednesday July 15, 2020
বিজেপিতে যোগদান করছেন না বলে জানানোর কয়েকঘণ্টা পরেই শচীন পাইলটকে বার্তা দিল কংগ্রেস, সদ্য অপসারিত উপমুখ্যমন্ত্রীকে দলের বার্তা, “হরিয়ানায় বিজেপির আতিথেয়তা নেওয়া বন্ধ করুন”। রবিবার বিদ্রোহ করেন কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি শচীন পাইলট, সেদিন থেকেই তাঁর অনুগামী বিধায়কদের গুরগাঁও এর একটি হোটেলে রাখা হয়। বিজেপির বিরুদ্ধে এই সমস্ত বিধায়কদের টাকা এবং পদ দিয়ে ভাঙিয়ে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ তোলে কংগ্রেস। শচীন পাইলট জানান, “গান্ধি পরিবারের কাছে ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই” বিজেপির সঙ্গে তাঁর নাম জড়ানো হচ্ছে, এই মন্তব্যই দলের সঙ্গে তাঁর দ্বন্দ্ব মেটানোর কিছুটা অনুঘটকের কাজ করে। মতবিরোধের কারণে, বিদ্রোহী বিধায়কদের সংখ্যা কমতেই, শচীন পাইলটের বিরুদ্ধে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী অশোক গেহলত দাবি করেন, ক্ষমতায় থাকা মতো পর্যাপ্ত বিধায়ক সংখ্যা রয়েছে তাঁর। ফলে এখন আর আস্থা ভোটের প্রয়োজন নেই, বিজেপির তরফে বলা হয়েছে, “এখনই তার কোনও প্রয়োজন নেই”।
www.ndtv.com/bengali