Bengali | Edited by Biren Bhattacharya | Tuesday October 15, 2019
বিদেশী বলে ঘোষিত হওয়ায়, অসমে (Assam)আটক থাকা এক ব্যক্তির মৃত্যুর পর তাঁর দেহ নিতে অস্বীকার করল পরিবার। তাঁদের দাবি, ভারতীয় নাগরিক বলে তাঁকে ঘোষণা না করা পর্যন্ত দেহ গ্রহণ করবেন না তাঁরা। রবিবার অসুস্থ হয়ে গুয়াহাটি মেডিক্যাল কলেজে মৃত্যু হয় অসমের শোনিতপুর জেলার আলিসিঙ্গা গ্রামের ৬৫ বছরের বৃদ্ধ দুলালচন্দ্র পালের(Dulal Chandra Paul)।
www.ndtv.com/bengali