Bengali | Edited by Deepshikha Ghosh | Thursday April 11, 2019
Lok Sabha Elections 2019: গোটা ভারতজুড়ে প্রথম দফার লোকসভা নির্বাচন (Lok Sabha election) শুরু হল বৃহস্পতিবার। দেশজুড়ে মোট ৯১'টি লোকসভা কেন্দ্র ভোটগ্রহণ চলছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের দুটি লোকসভা কেন্দ্রও রয়েছে। কোচবিহার ও আলিপুরদুয়ার। এই সবের পাশাপাশিই এক জনসভায় গিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) বললেন, প্রথম দফার নির্বাচনের ট্রেন্ড দেখে তিনি বুঝতে পারছেন, দেশজুড়ে ফের এক বিশাল ‘মোদীঝড়' (Modi wave) আসতে চলেছে। অসমের শিলচরের একটি জনসভা থেকে মোদী বলেন, “হাওয়া কোনদিকে বইছে, তা আপনারা নিজেরাই একটু চোখকান খোলা রাখলে বুঝতে পারবেন। দেশের কয়েকটি অংশে প্রথম দফার নির্বাচনের ট্রেন্ড থেকে আমরা যা বুঝতে পারছি, তা হল, ফের আরেকবার বিশাল ‘মোদীঝড়' আসতে চলেছে। সেই ছবিটি ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে”।
www.ndtv.com/bengali