Bengali | ANI | Thursday May 30, 2019
অত্যাচারের সীমা ছাড়ানোয় গতকাল গভীর রাতে শ্বাসরোধ করে স্বামীকে খুন করে সে। তারপর ধারালো দা দিয়ে স্বামীর দেহ থেকে মুণ্ডু আলাদা করে প্লাস্টিকে মুড়ে ধলপুর থানায় আত্মসমর্পণ করেছে মাঝগাঁওয়ের ওই বাসিন্দা। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রশ্ন উঠেছে, কতটা অত্যাচার সহ্য করলে এত নৃশংস হতে পারে একজন মানবী?
www.ndtv.com/bengali