Bengali | Edited by Biren Bhattacharya | Thursday October 17, 2019
লোকসভা নির্বাচনে (Loksabha Elections 2019) রাজ্যে ভাল ফল করার পর থেকেই, বঙ্গে পদ্ম বাগানের শ্রীবৃদ্ধি ঘটানোর লক্ষ্য নিয়েছে বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনে (Assembly Elections 2021) মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ক্ষমতাচ্যূত করে সরকার গড়ার লক্ষ্য নিয়েছে তারা। এই পরিস্থিতিতে অমিত শাহের এই লক্ষ্যকে “দিবাস্বপ্ন” বলে কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস, বাংলায় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার “দিবাস্বপ্ন” না দেখে, তাদের অর্থনীতির হাল ফেরানোর দিকে নজর দেওয়া উচিত বলে কটাক্ষ করেছে জোড়াফুল শিবির।
www.ndtv.com/bengali