Bengali | NDTV | Friday November 23, 2018
২৮ নভেম্বর হতে চলা বিধানসভা নির্বাচনে দুপক্ষের সম্ভাব্য জোট নিয়ে আলোচনা ভেস্তে যায়। এনডিটিভির কাউন্টডাউন প্রোগ্রামে সত্তর পার করা এই কংগ্রেস নেতা বলেন, যে সব কেন্দ্রে এবং যত সংখ্যায় আসন বিএসপি চেয়েছিল সেটা জোটের জ্য রাস্তাকে সুগম করত না। কংগ্রেস চেয়েছিল ২৩০ আসনের বিধানসভা আসনের মধ্যে ২৫ থেকে ৩০ টিতে লড়ুক মায়ার দল। কিন্তু বিএসপি সুপ্রিমো চেয়ে বসেন ৫০ টি আসন।
www.ndtv.com/bengali