Bengali | Edited by Biswadip Dey | Wednesday February 12, 2020
দিল্লি নির্বাচনে দলের ভরাডুবির পর বিজেপি নেতা মনোজ তিওয়ারি তাঁর দায়িত্ব ছাড়তে চাইলেন। কিন্তু তাঁকে জানানো হয়েছে পদত্যাগ না করতে। প্রসঙ্গত, ৭০টি আসনের মধ্যে মাত্র ৮টিতে জয়ী হয় বিজেপি। বাকি সব আসনেই জয়ী হয় আম আদমি পার্টি। ভোজপুরী গায়ক-নায়ক থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা মনোজ তিওয়ারি হয়তো বেশিদিন পদে থাকবেন না। সূত্র থেকে জানা যাচ্ছে, বিজেপি তাঁকে সরিয়ে দেবে। তবে সেটা দু’একমাস পর সাংগঠনিক নির্বাচনের মাধ্যমে। শোনা গিয়েছে, বিজেপি মনোজের পারফরম্যান্সের উপরে অসন্তুষ্ট। তাঁর বিরুদ্ধে বিজেপির অভিযোগ, তিনি উত্তরাঞ্চলীয় ভোটারদের সঙ্গে যোগাযোগে ব্যর্থ। ওই উদ্দেশ্যেই তাঁকে দলীয় পদটি দেওয়া হয়েছিল।
www.ndtv.com/bengali