Bengali | Edited by Indrani Halder | Monday April 20, 2020
ভারতে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত ৮০ শতাংশ মানুষের শরীরেই সংক্রমণের (Asymptomatic) লক্ষণ দেখা যাচ্ছে না এবং এটাই যথেষ্ট উদ্বেগের বিষয়, দেশের শীর্ষ চিকিৎসা গবেষণা সংস্থা আইসিএমআরের (ICMR) এক বিজ্ঞানী NDTV-কে জানিয়েছেন এই কথা। "৮০ শতাংশ ক্ষেত্রেই রোগের লক্ষণ দেখা যাচ্ছে না। আমাদের সবচেয়ে বড় উদ্বেগ এই শনাক্তকরণ নিয়েই। খুঁজে বের করে ছাড়া আর কোনও উপায় নেই", বলেন ইন্ডিয়ান মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের (আইসিএমআর) বিজ্ঞানী ডঃ রামন আর গঙ্গাখেদকার।
www.ndtv.com/bengali