Bengali | NDTV | Tuesday August 7, 2018
উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, বিদেশিরা এ ধরনের কাজের সঙ্গে জড়িত হয়ে পড়ছেন। এমতাবস্থায় কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নিতেই হবে। ব্যাঙ্কে রাখা আমানত যদি সুরক্ষিত না থাকে তাহলে সাধারণ মানুষ টাকা রাখবে কোথায়! একই সুরে অধীর বলেন, যে সমস্ত এটিএম কাউন্টারে রক্ষী নেই সেখান থেকে বেশি পরিমাণে টাকা গায়েব হয়ে যাচ্ছে। সাধারণ মানুষকে পরিষেবা দিতে ব্যাঙ্ক টাকা নেয় তাই কোনওভাবেই দায় অস্বীকার করতে পারে না। দুই নেতাই দাবি করেন কেন্দ্রীয় সরকার ব্যাঙ্ককে এ ব্যাপারে নির্দেশ দিক যাতে সাধারণ মানুষের সঞ্চয় বেহাত না হয়ে যায়।
www.ndtv.com/bengali