Bengali | Edited by Deepshikha Ghosh | Thursday February 14, 2019
সিআরএফ জওয়ানদের বাসে বিস্ফোরক বোঝাই বাসের ধাক্কায় শহিদ হলেন ১৮ জন সিআরপিএফ জওয়ান। আহত হয়েছেন অন্তত ৪০ জন।প্রায় ২৫০০ জওয়ান কড়া নিরাপত্তা বলয়ে ঘেরা অবন্তীপুরা এলাকা দিয়ে যাচ্ছিল।হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী জইশ ই মহম্মদ।২০১৬ সালে উরি হামসায় শহিদ হয়েছিলেন ১৯ জন জওয়ান, তারপর থেকে এটি সবচেয়ে ব় হামলা।
www.ndtv.com/bengali