Bengali | Edited by Joydeep Sen | Monday December 30, 2019
কূটনীতিবিদ রেণু পাল অর্থ নয়ছয়, বাজেট তছরুপ এবং কূটনৈতিক ধারা লঙ্ঘনে অভিযুক্ত। সেই রিপোর্ট পেয়েই বিদেশ মন্ত্রক ওই মহিলা কূটনীতিবিদকে নয়া দিল্লির সাউথ ব্লকে (মন্ত্রক দফতর) বদলি করেছে। পাশাপাশি রাষ্ট্রদূত হিসেবে পাওয়া তাঁর সব অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ভিয়েনা থেকে আগামী রবিবার দেশে ফিরছেন ওই মহিলা আইএফএস আধিকারিক।
www.ndtv.com/bengali