Bengali | Edited by Indrani Halder | Friday March 6, 2020
ভারতে যেভাবে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে তাতে ক্ষুব্ধ ইরান, দিল্লি হিংসা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন সেদেশের (Iran) "সুপ্রিম লিডার" বা সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনি। তথাকথিত মৌলবাদী হিন্দু এবং হিন্দুত্ববাদী দলগুলিকে দমন করুক ভারত সরকার, এমনটাই বললেন তিনি। ভারতীয় মুসলিমদের গণহত্যায় বিশ্বের অন্যান্য মুসলিমরাও ক্ষুব্ধ, অত্যন্ত ব্যথিত হয়েছেন তাঁরা, জানিয়েছেন ওই ইরানি নেতা। এর আগে দিল্লি হিংসা (Delhi Violence) প্রসঙ্গে ইরানের বিদেশমন্ত্রী এক টুইট বার্তায় ভারতের মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে এই অভিযোগ করে আলোচনার মাধ্যমে হিন্দু-মুসলিম সমস্যা সমাধানের আহ্বান জানান। এরপরেই নয়া দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলি চেগিনিকে তলব করে মোদি সরকার। দিল্লি-হিংসার বিষয়টি পুরোপুরি ভারতের (India) অভ্যন্তরীণ ইস্যু, এতে যেন নাক না গলায় ইরান, এই কড়া বার্তা দেওয়া হয় তাঁকে। এই ঘটনার দু'দিন পর এবার দিল্লি-হিংসা নিয়ে মন্তব্য করতে দেখা গেল ইরানের সর্বোচ্চ নেতাকে (Ayatollah Khamenei)।
www.ndtv.com/bengali