Bengali | NDTV | Friday September 28, 2018
সুপ্রিম কোর্ট শুক্রবার জানিয়ে দিল এখন আর সেই নিয়মা কার্যকর হবে না। প্রধান বিচারপতি দীপক মিশ্র সহ পাঁচ বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে। তবে বিচারপতি ইন্দু মালহোত্রা ভিন্ন মত পোষণ করেছেন। রায় দিয়ে প্রধান বিচারপতি জানান, ভক্তি কখনও বৈষম্যের উপর ভিত্তি করে গঠিত হতে পারে না । উপাসনার অধিকার সাংবিধানিক। ধার্মিক নিয়ম নারীকে সেই অধিকার থেকে বঞ্চিত করতে পারে না।
www.ndtv.com/bengali