Bengali | Agencies | Sunday October 21, 2018
তিনি বলেন, একটি পরিবারকে উঁচু দেখানোর জন্য স্বাধীনতা সংগ্রামে বাকিদের ভূমিকা ছোট কড়ে দেখানো হয়। কিন্তু এখন আমাদের সরকার এই সব ব্যবস্থায় বদল আনছে। তাঁর মনে হয় দেশ স্বাধীন হওয়ার পরেও ব্রিটিশের কায়দাতেই শাসন ব্যবস্থা পরিচালিত হয়েছে। ভারতের পরিস্থিতিও দেখা হয়েছে ব্রিটিশের দৃষ্টিভঙ্গি থেকে। অনুষ্ঠানের মূল ভাবের সঙ্গে সঙ্গতি রেখে আজাদ হিন্দ বাহিনীর জওয়ানদের ব্যবহৃত টুপিও পরেছিলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, লাল কেল্লার তিন নম্বর ব্যারাকে আজাদ হিন্দ ফৌজকে স্মরণ করে ফলক বসানো হবে। তৈরি হবে সংগ্রহশালাও।
www.ndtv.com/bengali