Bengali | Edited by Indrani Halder | Thursday May 28, 2020
লকডাইন ৪.০ -এর (Lockdown 4) মধ্যেই বৃহস্পতিবার থেকেই পশ্চিমবঙ্গে (West Bengal) শুরু হল বিমান চলাচল (Flight services) । আজ (বৃহস্পতিবার) থেকে প্রতিদিন শিলিগুড়ির (Siliguri) বাগডোগরা বিমানবন্দর থেকে ১০ টি করে বিমান চলাচল করবে, জানিয়েছেন বিমানবন্দরের নির্দেশক সুব্রহ্মামণি পি। তবে বিমান পরিষেবা চালু করা হলেও করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ রোধে বিমানবন্দরে রাখা হয়েছে সতর্কতামূলক সবরকম ব্যবস্থা।
www.ndtv.com/bengali