Bengali | Press Trust of India | Wednesday April 17, 2019
Loksabha Elections 2019: বাংলাদেশের অভিনেতা ফিরদৌস আহমেদের বিরুদ্ধে ‘ভারতত্যাগ'-এর নোটিস জারি করা হল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এছাড়া, ব্যবসা করার জন্য এই দেশের যে ভিসা ছিল তাঁর কাছে, সেটিও বাতিল করা হল। এর কারণ কী? তার উত্তরে সামনে আসছে, তাঁর বিরুদ্ধে ওঠা একটি অভিযোগ। সেটি হল, তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রচারে গিয়েছিলেন। ফিরদৌসকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকেও ‘কালো তালিকাভুক্ত' করা হয়েছে বলে জানা যাচ্ছে। যার ফলে, ভবিষ্যতে তাঁর ভারতে আসার সম্ভাবনার ওপরেও প্রশ্নচিহ্ন পড়ে গেল। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক বলেন, “অভিবাসন দফতরের কাছ থেকে ভিসা-লঙ্ঘন সংক্রান্ত রিপোর্ট পাওয়ার পর বাংলাদেশি নাগরিক ফিরদৌস আহমেদের ব্যবসায়িক ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। শুধু তাই নয়, তার বিরুদ্ধে জারি হয়েছে, “ভারত ত্যাগ'-এর নোটিসও”।
www.ndtv.com/bengali