Bengali | Press Trust of India | Wednesday April 17, 2019
Lok Sabha elections 2019: মঙ্গলবারই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের প্রচারে যাওয়ার জন্য বিপাকে পড়েছিলেন বাংলাদেশি অভিনেতা ফিরদৌস আহমেদ। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে তাঁকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। তাঁর ব্যবসায়িক ভিসাও বাতিল করে দেওয়া হয়েছে। বাংলাদেশের ডেপুটি কমিশনারের পক্ষ থেকেও জানানো হয় যে, এক দেশের নাগরিক হয়ে অন্য দেশের নির্বাচনের প্রচারে অংশ নিয়ে মোটেই ঠিক কাজ করেননি ফিরদৌস আহমেদ। তাঁকে অবিলম্বে দেশে ফিরে আসার নির্দেশও দেয় বাংলাদেশ। তারপরই এই একই দায়ে অভিযুক্ত হলেন অন্য এক বাংলাদেশি অভিনেতা। তিনি টিভি অভিনেতা গাজি নূর। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের প্রচারে অংশ নেওয়ার জন্য সংশ্লিষ্ট অভিনেতা নির্বাচন কমিশনের ঠিক করে দেওয়া বিধিলঙ্ঘন করেছেন, এই অভিযোগ তোলে বুধবার বিজেপি।
www.ndtv.com/bengali