Bengali | Press Trust of India | Monday May 6, 2019
Elections 2019: পঞ্চম দফার ভোটগ্রহণেও বিক্ষিপ্ত হিংসা ছড়াল রাজ্যের বিভিন্ন প্রান্তে। তবে সেসব উপেক্ষা করেই সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো। নির্বাচন কমিশনের তরফে জানান হয়েছে রাজ্যের ৭ আসনে প্রথম ৪ ঘন্টায় ভোট পড়ল ৩৩.৪৭ শতাংশ। হিংসার খবর এসেছে ব্যারাকপুর (Barrackpore), বনগাঁ, হাওড়া, হুগলি থেকে। এক নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, “কিছু জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। আমরা জরুরিভাবে ব্যবস্থা নিয়েছি”। ব্যারাকপুর(Barrackpore)লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী দিনেশ ত্রিবেদীর সঙ্গে লড়াই প্রাক্তন তৃণমূল নেতা তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং-এর। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, এদিন সকালে বুথে ঢুকতে কেন্দ্রীয় বাহিনী বাধা দেওয়ায় তাদের সঙ্গে অর্জুন সিং বচসা হয়। বিজেপি প্রার্থীর অভিযোগ, ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না।
www.ndtv.com/bengali