Bengali | Edited by Biswadip Dey | Thursday September 5, 2019
পঞ্জাবের (Punjab) বাটালায় (Batala) বাজি কারখানায় (Firecracker Factory) আগুন লেগে ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত ২৭ জন। বৃহস্পতিবার পঞ্জাব পুলিশ একথা জানিয়েছে। ওই কারখানা বেআইনি ভাবে চলছিল বলে পুলিশ জানিয়েছে। উদ্ধারকার্য এখনও চলছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ ধ্বংসস্তূপের মধ্যে এখনও কেউ আছেন কিনা তা খুঁজে দেখার চেষ্টা করছে।
www.ndtv.com/bengali