Bengali | Reported by Anurag Dwary, Edited by Biswadip Dey | Sunday February 16, 2020
শুনলে মনে হবে যেন গল্পকথা। কিন্তু মধ্যপ্রদেশ (Madhya Pradesh) ও ছত্তিশগড়ের (Chhattisgarh) সীমান্তে শাহদল জেলার শেষ প্রান্তে অবস্থিত এক জঙ্গলে সত্যিই ঘটে এমন ঘটনা। এখানকার রাজমাড়া রামবন আশ্রমে ভগবানের ভজন শুনতে দল বেঁধে বনের গুহা থেকে বেরিয়ে আসে ভালুকের (Bear) দল! আর তারপর তারা বসে পড়ে আশ্রমের সামনে। মন দিয়ে শুনতে থাকে ভজন। কেবল ভজন শোনাই নয়, ভজনশেষে প্রসাদও গ্রহণ করে তারা! এই ভালুকদের গল্প মধ্যপ্রদেশের পাশাপাশি ছত্তিশগড়েও বেশ আলোচিত। অরণ্যের মধ্যে অত্যন্ত দুর্গম স্থানে রয়েছে এক সন্ন্যাসীর আশ্রম। সীতারাম বাবা রামবন আশ্রমে এক কুঠি বানিয়ে বাস করেন।। এখানেই ঘটে এই আশ্চর্য ঘটনা। সীতারাম বাবা তাঁর বাদ্যযন্ত্র বাজিয়ে ভজন গাইতে শুরু করলেই জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসে ভালুকের দ্ল। ওই ভালুকের দলে থাকে এক পুরুষ, এক স্ত্রী ও দুই শাবক। চুপচাপ তারা ভজন শোনে। ভজনশেষে প্রসাদ নিয়ে ফিরে যায়।
www.ndtv.com/bengali