Bengali | Edited by Indrani Halder | Friday January 10, 2020
শনিবার দুদিনের সফরে এ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতায় আসার পাশাপাশি পাশের জেলা হাওড়াতেও যাবেন তিনি (Narendra Modi), কেননা রামকৃষ্ণ মিশনের সদর দফতর বেলুড় মঠেও (Belur Math) যাওয়ার কথা রয়েছে তাঁর। সরকারি সূত্রে জানা গেছে, রাজ্যে এসে (West Bengal) প্রথমে হাওড়া জেলার দু'টি কর্মসূচিতে অংশ নেবেন মোদি । তারপর সন্ধের দিকে রামকৃষ্ণ মিশনের সদর দফতর বেলুড় মঠেও যাওয়ার কথা রয়েছে। শনি ও রবিবার কলকাতা সফরে আসছেন প্রধানমন্ত্রী মোদি, মূলত আগামী ১২ জানুয়ারি কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ তম বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতেই শহরে আসছেন তিনি। তবে মূল কর্মসূচির পাশাপাশি বেলুড় মঠে যাওয়ার বিষয়ে যথেষ্ট আগ্রহী মোদি।
www.ndtv.com/bengali