Bengali | Written by Monideepa Banerjie | Friday March 22, 2019
নাম ঘোষণার পরপরই কোচবিহারের বিজেপি কর্মীদের একটা বড় অংশ বিক্ষোভ দেখাতে থাকেন। জেলা সভাপতির গাড়ি পর্যন্ত ঘেরাও করা হয়। জানা গিয়েছে এই কেন্দ্রে বিজেপির টিকিটে প্রার্থী নিশীথ প্রামানিক গত মাসের ২৮ তারিখ পর্যন্ত ছিলেন তৃণমূলের যুবনেতা। তাঁকে প্রার্থী করায় ক্ষোভের সঞ্চার হয়েছে।
www.ndtv.com/bengali