Bengali | Edited by Stela Dey | Sunday May 19, 2019
Bhatpara Bypolls: লোকসভা নির্বাচনের(Lok sabha Elections 2019) শেষ দফা ভোটের আগেরদিন তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া। রবিবার ভাটপাড়ায় বিধানসভা নির্বাচনের (Bhatpara Assembly elections 2019) ভোটগ্রহণ পর্ব। অভিযোগ, এক বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি করা হয়, শোনা যায় বোমা ফাটার শব্দও। দাঁড়িয়ে থাকা দুটি গাড়িতে আগুন লেগে যায়। ঘটনায় একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল-বিজেপি। রাজ্যের শাসকদলের অভিযোগ, বিজেপির আনা বহিরাগতরাই এই হামলা চালিয়েছে। ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে(Bhatpara Assembly elections) তৃণমূল প্রার্থী মদন মিত্রের(Madan Mitra) বিরুদ্ধে প্রার্থী বিজেপির পবন সিং। সারদা কেলেঙ্কারিতে জেল থেকে ছাড়া পাওয়ার তিন বছর পর ভোটে দাঁড়ালেন মদন মিত্র। সারদার পাশাপাশি নারদ কেলেঙ্কারিতেও তাঁর নাম জড়ায়।
www.ndtv.com/bengali