Bengali | Written by Indrani Halder | Saturday April 11, 2020
গোটা বিশ্ব এখন ভুগছে মারণ রোগ করোনা ভাইরাসে। ভারতেও একইসঙ্গে বাড়ছে এই রোগে (Coronavirus) আক্রান্তের সংখ্যা। এদেশে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার করা হচ্ছে ম্যালেরিয়া প্রতিষেধক ওষুধ হাইড্রোক্সিক্লোরোক্যুইন। এই ড্রাগ (Hydroxychloroquine) করোনাকে বাগে আনতে কিছুটা কার্যকরী ভূমিকা নেওয়ায় শুধু ভারতই নয়, গোটা বিশ্বও এখন খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চাইছে এই ড্রাগটিকে। ফলে বাড়ছে এই ওষুধের চাহিদা। এই পরিস্থিতিতে এবার কলকাতার (Kolkata) বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল (Bengal Chemicals and Pharmaceutical) সংস্থাকে হাইড্রোক্সিক্লোরোক্যুইন তৈরির লাইসেন্স দিল সরকার।
www.ndtv.com/bengali