Bengali | Edited by Indrani Halder | Friday January 10, 2020
রাজ্যের দীর্ঘতম উড়ালপুলে ফাটল (Bengal Flyover cracks) দেখা দেওয়ায় আশঙ্কা দানা বেঁধেছিল, তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় কলকাতার সম্প্রীতি উড়ালপুল। প্রাথমিকভাবে বিষয়টি খতিয়ে দেখার জন্যে প্রায় ২৬ ঘণ্টা বন্ধ ছিল ওই উড়ালপুলে (Sampriti Flyover) যান চলাচল। দক্ষিণ শহরতলির মহেশতলার জিনজিরা বাজার থেকে বাটানগর পর্যন্ত দীর্ঘ ওই উড়ালপুলটির (Bengal Flyover) ফাটল পরীক্ষা করে বিশেষজ্ঞরা জানিয়েছেন এ নিয়ে উদ্বেগের কিছু নেই। শীতের শুষ্ক আবহাওয়ার কারণে ওই ফাটল দেখা দেয় বলেই জানিয়েছেন তাঁরা। ফলে আপাতত সম্প্রীতি উড়ালপুলের উপর দিয়ে ফের যান চলাচল শুরু হয়েছে বলে জানা গেছে।
www.ndtv.com/bengali