Bengali | Edited by Indrani Halder | Wednesday November 20, 2019
সংবিধান গৃহীত হওয়ার ৭০ বছর পূর্তিকে উদযাপন করতে চায় পশ্চিমবঙ্গ। সেই উপলক্ষে রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) ২৬ নভেম্বর থেকে দু'দিনের বিশেষ অধিবেশন বসবে, জানালেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । ওই বিশেষ অধিবেশনে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকেও আমন্ত্রণ জানানো হবে, তবে রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Governor Jagdeep Dhankhar) এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে কিনা তা এখনও পরিষ্কার নয়, এমনটাই শাসক দল তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। রাজ্য সরকার (West Bengal Govt) রাজ্যপাল ধনখড়কে আমন্ত্রণ জানাবে কিনা- এমন প্রশ্নের জবাবে পার্থ চট্টোপাধ্যায় বলেন যে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
www.ndtv.com/bengali