Bengali | Edited by Indrani Halder | Tuesday May 5, 2020
করোনা ভাইরাসের (COVID- 19 Pandemic) সংক্রমণ রুখতে দেশে জারি রয়েছে লকডাউন। কিন্তু তার মধ্য়েও দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনের পথে ফেরার চেষ্টা করা হচ্ছে। ফলে বেশ কিছু এলাকায় যেখানে এখনও সংক্রমণ (Coronavirus) সেভাবে ছড়ায়নি বা অপেক্ষাকৃত কম আছে, সেখানে বিধিনিষেধ কিছুটা লঘু (Bengal Restrictions) করা হয়েছে। যদিও পশ্চিমবঙ্গ (West Bengal) সরকার বিধিনিষেধ লঘু করা নিয়ে কিছুটা হলেও উদ্বেগে রয়েছে।
www.ndtv.com/bengali