Bengali | NDTV | Friday June 21, 2019
রাজনৈতিক সংঘর্ষে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া। ঘটনায় এক কিশোরসহ দুজনের মৃত্যু হয় এবং অনেকেই আহত হন। সেখানকার সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার সুরিন্দর সিং আলুয়ালিয়ার নেতৃত্বে তিনজনের প্রতিনিধি দল পাঠানো হবে বলে জানাল বিজেপি। দলের জাতীয় সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়কে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, “এসএস আলুয়ালিয়াসহ প্রতিনিধি দলে থাকবেন সত্যপাল সিং, বিডি রাম, তাঁদের সঙ্গে থাকবেন রাজ্য নেতারা”। দলীয় সূত্রের দাবি, তিনজনের প্রতিনিধি দল ভাটপাড়ার সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেবে একটি রিপোর্ট তৈরি করবে এবং তা তুলে দেওয়া হবে, বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে।
www.ndtv.com/bengali