Bengali | Edited by Indrani Halder | Friday March 13, 2020
করোনা ভাইরাস থেকে বাঁচতে পারল না গুগলও। জানা গেছে, ওই সংস্থারই বেঙ্গালুরু নিবাসী এক কর্মীরে শরীরে মারণ ভাইরাস (Coronavirus) সংক্রমণের প্রমাণ মিলেছে। ২৬ বছরের ওই তরুণ কিছুদিন আগেই গ্রীস থেকে ভারতে ফিরে আসেন। দেশে ফিরে তিনি (Bengaluru Google Employee) কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুর বেশ কয়েকটি জায়গায় গেছিলেন বলে খবর মিলেছে। কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু জানিয়েছেন, তাঁকে বেঙ্গালুরু হাসপাতালে কোয়ারান্টাইন করে রাখা হয়েছে। রাজ্যে সরকারের দেওয়া তথ্য অনুসারে, যারা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁদেরও (Coronavirus Outbreak) পৃথকীকরণ করে রাখার জন্যে সন্ধান করা হচ্ছে। গুগল জানিয়েছে, আক্রান্ত কর্মী তাঁদের কার্যালয়ে বেশ কয়েক ঘণ্টা কাটিয়ে ছিলেন।
www.ndtv.com/bengali