Bengali | Edited by Biswadip Dey | Wednesday January 8, 2020
আজ বুধবার দেশব্যাপী কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির (Trade Union) ডাকা ২৪ ঘণ্টার ভারত বনধ (All India Strike) শুরু হয়েছে সকাল ৬টা থেকে। এর ফলে ব্যাঙ্কিং ও পরিবহণ পরিষেবা (Banking And Transport Services) বিঘ্নিত হতে পারে বলে মনে করা হচ্ছে। বিজেপি সরকারের ‘‘শ্রমিক বিরোধী নীতি’’-র বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সিটুর প্রায় ২৫ কোটি কর্মী এই বনধে যোগ দিতে পারে। নির্দিষ্ট ন্যূনতম মজুরি ও সমান কাজের জন্য সমান মজুরির মতো দাবি জানিয়েছিল তারা। এছাড়াও আরও ন’টি শ্রমিক সংগঠন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বনধকে সমর্থন করছে বলে সোমবার সিটুর তরফে জানানো হয়েছে। তারা জানিয়েছে, কেন্দ্রীয় নীতি ও শ্রমিক আইনের ফলে ৮০ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘ এই বনধে অংশ নিচ্ছে না।
www.ndtv.com/bengali